ঘরের মাঠে শিরোপা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বাবর

স্পোর্টস ডেস্ক

৩০ বছর বয়সে শিরোপা পুনরুদ্ধারের জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত বাবর আজম।

বাবর আজম বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি অত্যন্ত উত্তেজিত। আমাদের ভক্তরাও একইভাবে উৎসাহিত। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর দলের অনেক কিছুই বদলে গেছে। আমাদের দলে নতুন খেলোয়াড়রা যোগ দিয়েছে। আর আমরা এখন শুধু তিন বা চারজন সদস্য রয়েছি যারা ওই জয়ের অংশ ছিল। তবে দলের বিশ্বাস, আত্মবিশ্বাস এবং পরিকল্পনা আগের মতোই রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের চাপ অনুভব করছি না। অতীতে যা ঘটেছে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা আমাদের ভুলগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোতে কাজ করছি। যখন আপনি দলের সিনিয়র খেলোয়াড় হন এবং দল আপনার ওপর নির্ভর করে তখন আমি এটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখি।’

‘যখন আপনি নিজের দেশের মাটিতে খেলেন তখন একটি বাড়তি সুবিধা থাকে কারণ আপনি কন্ডিশন সম্পর্কে ভালভাবে জানেন। তবুও আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে কারণ অন্য দলগুলোও শক্তিশালী। আমাদের দেশে এই প্রতিযোগিতাটি আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ এই কথাও বলেন তিনি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে পাকিস্তান।

ইউএ / টিডিএস

You may also like