উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে মেগা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার জন্য চাপ না নিয়ে টুর্নামেন্ট উপভোগ করতে চান পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান।

অন্যদিকে প্রথম ম্যাচ শুরুর আগেই দু:সংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন।

পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘দীর্ঘসময় পর এতবড় টুর্নামেন্ট আমাদের মাটিতে। তবে ওসব নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না। স্রেফ উপভোগ করতে চাই। সিনিয়ররা আলাদা দায়িত্ব নিতে চাই। তবে এই দলে পনের জনই অধিনায়ক। সবাই তাদের কাজটা জানেন।’

ইউএ / টিডিএস

You may also like