১৮
পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ‘সম্পূর্ণ ফিট’ খবর দিলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের আগের দিন সংবাদ সম্মেলনে রিজওয়ান বললেন, ‘দুইদিন আগে হারিস ৬-৮ ওভার বল করেছিল। গতকালও সুন্দর বল করেছে। আজ পুরো ছন্দে বোলিং করেছে সে। তাছাড়া জিমেও ঘাম ঝরিয়েছে। কোনও ধরনের ব্যথার কথা বলেনি। আমরা মনে করছি, সে সম্পূর্ণ ফিট।’
গত ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বল করার সময় বুকের পেশিতে টান পান হারিস। এর পর সিরিজের বাকি সময় মাঠে নামেননি তিনি। পূর্বসতর্কতার অংশ হিসেবে তাকে বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরোপুরি ফিট হতে কঠোর পরিশ্রম করেছেন এই পেসার।
ইউএ / টিডিএস