নাটকীয় টাইব্রেকারে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক

ফেডারেশন কাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল শেষ পর্যন্ত নাটকীয়তার চূড়ান্ত রূপ নিল। সাত দিন পর আজ পুনরায় শুরু হওয়া খেলার অবশিষ্টাংশও ফল না দেওয়ায় গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ ব্যবধানে আবাহনী লিমিটেডকে হারিয়ে শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস।

টাইব্রেকার পর্বেও ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। আবাহনীর হয়ে চতুর্থ শট নিতে গিয়ে মিরাজুল ইসলামের শট সেভ করেন কিংসের গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ। শট সেভ হতেই কিংস খেলোয়াড়রা উল্লাস শুরু করে দিলেও রেফারি সায়মন সানি আগেই ফাউলের সংকেত দেন। এই সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদে সরব হন কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন যাকে হলুদ কার্ড দেখান রেফারি।

পুনরায় শট নিতে এসে মিরাজুল গোল করতে সফল হন। তবে আবাহনীর দ্বিতীয় শট সেভ করে শ্রাবণ কিংসকে এগিয়ে দেন। সেই লিড আর ফেরত আসেনি। কিংসের জোনাথন, মোরসালিন, তপু ও ইনসান পরপর সফল শট নেন। পঞ্চম শট নিতে আসা ব্রাজিলিয়ান ড্যাসিয়েল গোল করলে আর আবাহনীর পঞ্চম শট নেওয়ার প্রয়োজনই হয়নি।

এই জয়ে আবাহনীর কাছে আগের কোয়ালিফায়ার হারের প্রতিশোধও নিল কিংস। সেবার ১০ জন নিয়ে ম্যাচ জিতেছিল আবাহনী। এবার ১০ জন নিয়েই ফাইনালে জয়ের স্বাদ পেল কিংস।

টাইব্রেকার পরিকল্পনায় এবার ভিন্ন পথে হেঁটেছিলেন কিংস কোচ ভ্যালেরি তিতে। কোয়ালিফায়ারে জিকোকে বদলি হিসেবে নামালেও এবার তিনি আস্থা রেখেছেন শ্রাবণের ওপর যিনি পুরোপুরি আস্থার প্রতিদান দিয়েছেন।

উত্তেজনা, নাটক ও রোমাঞ্চে ভরপুর এক ফাইনালের শেষ হয়েছে বসুন্ধরা কিংসের উৎসবের মাধ্যমে।

ইউএ / টিডিএস

You may also like