দুটি দলের কোচ হতে চান ক্লপ

স্পোর্টস ডেস্ক

৩০ বছর পর লিভারপুলকে প্রিমিয়ার লিগের স্বাদ এনে দেওয়া এবং চ্যাম্পিয়নস লিগসহ মোট ৯টি শিরোপা জেতানো ইয়ুর্গেন ক্লপ ২০২৪ সালে অ্যানফিল্ড অধ্যায়ের ইতি টানেন। দীর্ঘ ৯ বছরের ঐতিহাসিক যাত্রার পর আপাতত কোচিং থেকে সাময়িক বিরতিতে রয়েছেন এই জার্মান কোচ। বর্তমানে কাজ করছেন রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবল প্রধান হিসেবে। তবে কোচিংয়ে ফেরার আগ্রহ তার মধ্যে এখনও প্রবল।

ইংল্যান্ডে আর কোনো ক্লাবের দায়িত্ব নেবেন না—এই সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন ক্লপ। তবে অবসরের আগে দুটি দলের কোচিং করানোর স্বপ্ন লালন করেন তিনি: একটি জার্মানি জাতীয় দল, অন্যটি রিয়াল মাদ্রিদ।

এই তথ্য প্রকাশ করেছেন ক্লপের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ মিরোস্লাভ তানজগা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এ তিনি বলেন, “লিভারপুল ছাড়ার সময় ক্লপ আমাকে বলেছিল, তার দুটি স্বপ্ন—একদিন জার্মান জাতীয় দলের কোচ হওয়া এবং রিয়াল মাদ্রিদকে কোচিং করানো। তবে সেটা আদৌ হবে কি না, বলা কঠিন।”

তবে সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা এখন বেশ বাস্তব। শোনা যাচ্ছে, চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি চলে যাচ্ছেন ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিতে। ফলে রিয়াল নতুন কোচের সন্ধানে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে জাবি আলোনসো ও জিনেদিন জিদানের নাম, পাশাপাশি ক্লপের নামটিও উঠে আসছে আলোচনায়।

ক্লপের সিভি যে রিয়ালের কোচ হওয়ার জন্য যথেষ্ট, তা বলার অপেক্ষা রাখে না। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে বুন্দেসলিগা, জার্মান কাপ, সুপার কাপ এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনাল—সব মিলিয়ে এক অসাধারণ অধ্যায় তিনি পার করেছেন। তার ‘হেভি মেটাল ফুটবল’ কৌশল সমালোচকদেরও মুগ্ধ করেছে। এরপর লিভারপুলে এসে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা সময় এনে দিয়েছেন তিনি।

তানজগা বলেন, “রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে ক্লপের নাম আলোচনায় থাকাটাই স্বাভাবিক। তবে এখন পর্যন্ত তা শুধু গুঞ্জনই।”
আর জার্মান জাতীয় দলের কোচ হওয়া প্রসঙ্গে তার মন্তব্য, “আমার বিশ্বাস, কোনো একসময় ক্লপ জার্মানির দায়িত্ব নেবেই।”

You may also like