আগামী মে-জুনে জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিছুদিন আগে টুর্নামেন্টের তারিখ ঠিক হলেও প্রথম ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ ও স্বাগতিক জর্ডান ছাড়া তৃতীয় দল হিসেবে অংশ নেবে ইন্দোনেশিয়া। ৩১ মে এবং ৩ জুন ম্যাচ দুটি চূড়ান্ত করা হলেও, প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিয়ে ছিল অনিশ্চয়তা।
অবশেষে নিশ্চিত হয়েছে যে, বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক জর্ডানের বিপক্ষে। ৩১ মে’র ওই ম্যাচের পর ২ দিনের বিরতি দিয়ে ৩ জুন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এটি হবে বাংলাদেশ নারী দলের প্রথম ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজ।
আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব, যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের খেলা হবে। একই গ্রুপে আরও দুটি দল, বাহরাইন ও তুর্কমেনিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ২৯ জুন বাহরাইনের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচটি ২ জুলাই স্বাগতিক মিয়ানমারের বিরুদ্ধে এবং শেষ ম্যাচটি হবে ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে।
এশিয়ান কাপ বাছাইয়ের টিকিট পেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, তবে মিয়ানমারের শক্তিশালী দল এবং ফিফা র্যাংকিংয়ে তাদের বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকার কারণে বাংলাদেশের জন্য এটি হবে একটি কঠিন চ্যালেঞ্জ।
এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাফুফে নারী দলকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা। বর্তমানে জর্ডান ৭৪ তম এবং ইন্দোনেশিয়া ৯৪ তম স্থানে, আর বাংলাদেশ ১৩৩ তম। এই দুই দলের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ নারী দল নিজেদের অবস্থান এবং প্রস্তুতির যথার্থতা যাচাই করতে পারবে, যা কোচের জন্যও গুরুত্বপূর্ণ।