সিঙ্গাপুর ম্যাচে সুযোগ পাচ্ছেন ইতালিপ্রবাসী ফাহমিদুল

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল দলের সামনে সিঙ্গাপুর চ্যালেঞ্জ। আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে দুই দল।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি নিতে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাফুফে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনা চলছে সুদান, সাইবেরিয়া ও ভুটানের সঙ্গে। প্রতিপক্ষের বিষয়টি খুব শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৩১ তারিখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সেদিন জাতীয় দল ঘোষণা করা হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৫ জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আমরা সুদানের সঙ্গে ম্যাচ খেলতে চাইছি। তারাও ঢাকায় আসতে চাইছে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে যুক্ত করা হচ্ছে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে। সৌদি আরব ক্যাম্পের সময় তাকে বাদ দিলেও এবার পরিকল্পনায় রয়েছে তার নাম। শুধু ফাহমিদুলই নয়, প্রবাসী সামিত সোমকেও দলে রাখার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। এরই মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার উপস্থিতিতে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ব্যাপক আলোচনা হয়। শিলংয়ে ২৬ মার্চ অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ জয়ের কাছাকাছি গিয়েও ড্র করেছিল। সভায় কোচের দল নির্বাচনে ভুল ছিল বলেই দাবি করেন কর্মকর্তারা। কোচ ক্যাবরেরা নিজের যুক্তি তুলে ধরলেও জাতীয় দলে একটি নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব উঠেছে যেখানে থাকবেন সাবেক ফুটবলাররা।

এছাড়াও জাতীয় দলের জন্য একজন বিদেশি গোলরক্ষক কোচ আনার সুপারিশও করা হয়েছে সভায়।

ইউএ / টিডিএস

You may also like