গত মৌসুমে হেইডেনহাইমের কাছে হারের তিক্ত স্মৃতি সেই পুরনো দুঃখের শোধ দারুণভাবেই তুলে নিল তারা।
শনিবার (১৯ এপ্রিল) বুন্ডেসলিগায় ম্যাচে অবনমন অঞ্চলের দল হেইডেনহাইমকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল সফরকারী বায়ার্নের। মাত্র ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। এর সাত মিনিট পর কনরাড লাইমার করেন দ্বিতীয় গোল। ৩৬তম মিনিটে কিংসলে কোমান জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান আরও। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির দল।
প্রথমার্ধেই আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন হ্যারি কেইন তবে কাছ থেকে হেডটি লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় তাকে। তবে দ্বিতীয়ার্ধে সেই হতাশা দূর করেন জসুয়া কিমিখ। ৫৬তম মিনিটে তার গোলেই স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
এই জয়ে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগার শীর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। ২২তম জয় তুলে নিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল সম্ভাব্য ৩৪তম লিগ শিরোপার দিকে। তবে দ্বিতীয়স্থানে থাকা বায়ার লেভারকুজেনের পয়েন্ট ৬৩ এবং তারা একটি ম্যাচ কম খেলেছে।
গতবারের হারের ক্ষত মুছে এবার জয়ের উচ্ছ্বাসে ভাসছে বায়ার্ন। দলটির কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে নতুন উদ্যমে এগিয়ে চলেছে জার্মান জায়ান্টরা।
ইউএ / টিডিএস