ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, এগোল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০২৩ সালের ৬ এপ্রিল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। এরপর থেকে আর কখনোই নিচে নামেনি লিওনেল মেসির দল। আর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করে দুই ধাপ উন্নতি করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে যথারীতি তালিকার সবার ওপরে আছে স্কালোনির দল। শীর্ষ দশে কোনো পরিবর্তন না হলেও একধাপ উন্নতি হয়েছে স্পেনের। ইউরো জয়ীরা ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ১৮৫২.৭১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, আর পাঁচ নম্বরে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (১৭৭৬.০৩ পয়েন্ট)।

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ড্র করার ফলে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠেছে বাংলাদেশ। বর্তমানে লাল-সবুজের প্রতিনিধিদের পয়েন্ট ৯০৪.১৬। অন্যদিকে, দুই ধাপ পিছিয়ে ১২৭তম স্থানে নেমে গেছে ভারত, তাদের পয়েন্ট ১১৩২.০৩।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন প্রতিপক্ষ সিঙ্গাপুর। সে ম্যাচে ভালো ফল করতে পারলে ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি করতে পারে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের দল।

এবারের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি করেছে মিয়ানমার, সাত ধাপ এগিয়েছে দলটি।

ইউএ / টিডিএস

You may also like