টেকনিক্যাল ডিরেক্টরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাফুফের

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর এক বছরের মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার আগেই তিন মাস বাড়ানো হয়েছে। ফলে তিনি আগামী জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে টিটু বাফুফের টেকনিক্যাল কমিটির অধীনে কাজ করছেন। কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন বলেন, ‘টেকনিক্যাল কমিটির সভায় এটি নিয়ে আলোচনা হয়েছে। সভাপতির অনুমোদনের পর তিন মাসের জন্য তার চুক্তি বাড়ানো হয়েছে।’

নারী দলের কোচ পিটার বাটলারের চুক্তি দুই বছর এবং পুরুষ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি ১৬ মাস বাড়ানো হলেও টেকনিক্যাল ডিরেক্টরের মেয়াদ মাত্র তিন মাস বাড়ানোর বিষয়ে হিলটন জানান, ‘আমরা নতুন কমিটি আরও পর্যবেক্ষণ করব, তাই আপাতত তিন মাস বাড়ানো হয়েছে। ফুটবলের উন্নয়নের জন্য ভবিষ্যতে আমরা বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের কথাও ভাবছি।’

টিটুর মেয়াদ সাময়িক বাড়ানো হলেও তার বেতন-ভাতা বাড়েনি। এ বিষয়ে তিনি বলেন, ‘সর্বশেষ নির্বাহী কমিটির সভায় প্রশাসনিক ব্যয় সংকোচন নিয়ে আলোচনা হয়েছে। বেতন বৃদ্ধির চেয়ে অপ্রয়োজনীয় স্টাফ কমানোর নীতিই অনুসরণ করা হচ্ছে।’

১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির প্রথম সভায় টেকনিক্যাল ডিরেক্টরের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে কমিটির চেয়ারম্যানকে সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সভায় অবহিত করার কথা বলা হয়েছিল।

বাফুফের নির্বাহী কমিটিতে জাতীয় দলের সাবেক ফুটবলাররা থাকলেও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান করা হয়েছে কামরুল হাসান হিলটনকে। কমিটিতে ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের সংখ্যা কম থাকায় টেকনিক্যাল কার্যক্রমের কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বড় পদগুলোতে পরিবর্তন না এনে কাজী সালাউদ্দিনের নিয়োগকৃত ব্যক্তিদের রাখার নীতিতে চলছেন। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদ দুই বছর বাড়ানোর পাশাপাশি কোচদের চুক্তিও এক বছরের বেশি সময়ের জন্য নবায়ন করা হয়েছে। তবে এসব সিদ্ধান্ত নির্বাহী সভায় আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই নেওয়ায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাংলাদেশের ফুটবলে টেকনিক্যাল ডিরেক্টরের গুরুত্ব থাকা সত্ত্বেও এ পদে থাকা ব্যক্তিরা দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নে ব্যর্থ হয়েছেন। বর্তমানে কোচিং লাইসেন্স প্রোগ্রাম পরিচালনাই যেন প্রধান কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে।

২০০৯ সালে কাজী সালাউদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু শহিদুর রহমান চৌধুরী সান্টু বাংলাদেশের প্রথম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পান। এরপর বায়েজিদ জোবায়ের আলম নিপু, ব্রিটিশ পল স্মলি এবং বর্তমানে সাইফুল বারী টিটু এই পদে দায়িত্ব পালন করেছেন।

ইউএ / টিডিএস

You may also like