সাবিনা-ঋতুপর্ণাসহ আরও ৪ জন খেলবেন বিদেশি লিগে

স্পোর্টস ডেস্ক

পারো এফসির হয়ে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।

ভুটানে আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লিগ। এতে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা, যারা আগেই চুক্তিবদ্ধ হয়েছেন।

জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন জানিয়েছেন, “আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। এবার পারো এফসির সঙ্গে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি হয়েছে চার মাসের জন্য। তারা প্রত্যেকে প্রতি মাসে প্রায় এক লাখ টাকা সম্মানী পাবেন।

বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড়ের এজেন্ট হিসেবে কাজ করেন নিলয় বিশ্বাস। ভুটানে সাবিনাদের দল বদল ও লিগে খেলার প্রক্রিয়াটি তিনিই দেখভাল করেছেন। তিনি বলেন, “ঢাকা থেকে থিম্পু যাতায়াত এবং সেখানকার সব ব্যয় ক্লাব বহন করবে। লিগ প্রায় চার মাস চলবে। তবে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার নিয়ম অনুযায়ী ক্লাব তাদের ছেড়ে দেবে।”

এর বাইরে ট্রান্সপোর্ট উইনাইটেডে জুনিয়র ফুটবলার সাগরিকারও খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাসুরা পারভীন, ‘আমাদেরও ৬ এপ্রিল যাওয়ার কথা রয়েছে। আমাদের ক্লাবে সাগরিকার খেলা নিয়ে আলোচনা চলছে।’

ইউএ / টিডিএস

You may also like