বাংলাদেশের হয়ে খেলে নিজেকে গর্বিত মনে করছেন হামজা।
মঙ্গলবার (২৫ মার্চ) খেলা শেষে খেলোয়াড়রা টিম বাস ধরার পথে মিডিয়ার সঙ্গে ঐচ্ছিকভাবে কথা বলেন। বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরির অভিষেক হয়েছে, আর তাই সবার মনোযোগ ছিল তার অভিষেক ম্যাচের প্রতিক্রিয়া নিয়ে।
বাংলাদেশের হয়ে অভিষেকের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত। অনেক গর্বিত লাগছে।’ আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে দেশের জাতীয় সঙ্গীত বাজে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় প্রতিক্রিয়া নিয়ে হামজা বলেন, ‘অনেক অসাধারণ লাগছে সেই সময়।’
ম্যাচ নিয়ে হামজার পর্যবেক্ষণ, ‘প্রথমার্ধে খুব ভালো খেলেছিলাম আমরা। কলিগদের নিয়ে আমি খুব গর্বিত। তারা অনেক কঠোর পরিশ্রম করছে। আমরা সবাই গুড টিম স্পিরিট নিয়ে খেলছি।’
মিস গোলের খানিকটা আক্ষেপ প্রকাশ করে হামজা বলেন, ‘আমরা জয় প্রাপ্য ছিলাম। ফুটবলে মিস হতেই পারে, ইপিএলেও(ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ) মিস হয়।’ সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য, ‘পজিটিভ ভাইভ বজায় রাখতে হবে।’
ইউএ / টিডিএস