ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বিপদ

স্পোর্টস ডেস্ক

আর মাত্র কিছু ঘণ্টার মধ্যেই শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হবে। ম্যাচ শুরুর আগে দুই দলকে ২৩ জন ফুটবলারের নাম জমা দিতে হবে। বাংলাদেশ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার কাজেম শাহ।

হ্যাভিয়ের ক্যাবরেরা অতিরিক্ত এক ফুটবলার নিয়ে ভারতে এসেছিলেন, তাই এটি প্রত্যাশিত ছিল যে ম্যাচের আগে একজনকে বাদ পড়তে হবে। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু হওয়ার পর থেকে কাজেম দলের সঙ্গে ছিলেন, তবে ম্যাচ শুরুর কিছু সময় আগে তাকে বাদ পড়তে হয়েছে।

বাফুফে এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি, তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, কাজেমের বাদ পড়ার কারণ তার পারফরম্যান্স নয়, বরং ইনজুরি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথমে অন্য একজন ফুটবলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু পরবর্তীতে কাজেমের হ্যামস্ট্রিংয়ের ব্যথা বাড়ায় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। কিছু অন্যান্য ফুটবলারদের হালকা চোট থাকলেও তারা ম্যাচে খেলতে সক্ষম।

কাজেম, সাবেক ক্রিকেটার হালিম শাহ’র ছেলে, বাংলাদেশে জন্মগ্রহণ করলেও কানাডায় বেড়ে উঠেছেন। সেখানে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেছেন। গত কয়েক মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে জাতীয় দলে ডাক পান এবং জাতীয় দলের হয়ে ম্যাচও খেলেছেন।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে, এখনও একাদশ ঘোষণা হয়নি। জানা গেছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার পর বাংলাদেশ দল টিম হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হবে। দলের রওনা হওয়ার ঘণ্টা দেড়-দুই আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একাদশ ঘোষণা করতে পারেন।

You may also like