ঢাকায় না এসে ইতালি ফিরে গেছেন ফাহমিদুল

স্পোর্টস ডেস্ক

হামজার আড়ালে পড়েছে সৌদি আরব থেকে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হকের ফিরে যাওয়ার খবর।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল তায়েফে সপ্তাহ খানেক ক্যাম্পে থাকলেও ঢাকায় ফিরেননি। ৯ মার্চ ইতালি থেকে ক্যাম্পে যোগ দেন ফাহমিদুল। একটি অনুশীলন ম্যাচও খেলেন। এরপর ইতালিতে ফিরে যান। তিনি বর্তমানে ওলবিয়া ক্যালসিও ক্লাবের খেলোয়াড়।

জাতীয় দলের ম্যানেজার আমের খান ফাহমিদুল সম্পর্কে বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব কিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’

বৃহস্পতিবার ২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে। তবে এই ২৯ জন থেকে ২৩ জনকে বেছে নেয়াও কিছুটা কঠিন হবে কোচ ক্যাবরেরার জন্য।

ইউএ / টিডিএস

You may also like