শিরোপার লড়াইয়ে টিকে রইলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের ক্ষীণ আশা টিকিয়ে রাখলো আর্সেনাল।

রবিবার (১৬ মার্চ) এমিরেটস স্টেডিয়ামে লন্ডনের প্রতিদ্বন্দ্বী চেলসিকে ১-০ গোলে হারায় গানাররা। এটি লিগের শেষ চার ম্যাচে তাদের প্রথম জয়।

ম্যাচের ২০তম মিনিটে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল মেরিনো। মার্টিন ওডেগার্ডের কর্নার থেকে মাথা ঝুঁকিয়ে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।

তবে জয় পেলেও লিভারপুল থেকে ১২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানেই রয়ে গেছে আর্সেনাল। ২৯ ম্যাচ শেষে লিভারপুলের সংগ্রহ ৭০ পয়েন্ট, সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৮। উভয় দলেরই লিগে এখনো ৯টি ম্যাচ বাকি রয়েছে।

৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। তাদের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে চেলসি রয়েছে চতুর্থ স্থানে। ৪৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি পঞ্চম স্থানে অবস্থান করছে, ব্লুজরা তাদের থেকে এক পয়েন্ট এগিয়ে রয়েছে।

ইউএ / টিডিএস

You may also like