নতুন স্পন্সর পেলেন জামাল-হামজারা

স্পোর্টস ডেস্ক

হামজা চৌধুরির অন্তর্ভুক্তি দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আগেই ধারণা করা হয়েছিল। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবল দলের কোনো স্পন্সর ছিল না। তবে এখন সেই সংকট কেটে গেছে। জাতীয় ফুটবল দলের নতুন স্পন্সর পেয়েছে বাফুফে।

এর আগে নারী ফুটবল এবং বিভিন্ন টুর্নামেন্টে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক স্পন্সর হিসেবে ছিল এবং এবার পুরুষ দলের স্পন্সর হিসেবে ইউসিবি ব্যাংক যুক্ত হচ্ছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম।

পুরুষ ফুটবল দলের স্পন্সর প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ‘পাঁচ বছরের জন্য বাফুফে ও ইউএসবি ব্যাংকের মধ্যে চুক্তি হবে। এই চুক্তির আলোকে ইউসিবি ব্যাংক জাতীয় পুরুষ ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করবে। আগামীকাল সমঝোতা স্মারক স্বাক্ষর হবে দুই পক্ষের মধ্যে।’

বাংলাদেশ নারী ফুটবল দলের স্পন্সর হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। যদিও সাবিনা খাতুনদের স্পন্সর ছিল। জামাল ভূঁইয়াদের কোনো স্পন্সর ছিল না। তবে আগামীকাল ইউসিবি ব্যাংকের প্রধান কার্যালয়ে বাফুফের সঙ্গে চুক্তি সই হবে যা পুরুষ ফুটবল দলের স্পন্সরশিপ নিশ্চিত করবে।

ইউএ / টিডিএস

You may also like