বাংলাদেশ ফুটবলের নতুন জার্সি ও দাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মাঝে মাঝে থাকলেও, কখনও আনুষ্ঠানিক কিট স্পন্সর ছিল না। তবে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফে কমিটি মাত্র চার মাসে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ও পুরুষ সিনিয়র এবং জুনিয়র সকল দলের জন্য কিট স্পন্সর নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষরের পর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘দৌড়’ তাদের প্রথম অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে, যার দাম ১৪০০ টাকা।

এই জার্সিটি বাংলাদেশের বিদেশি বা অ্যাওয়ে ম্যাচের জন্য ডিজাইন করা হয়েছে। পুরো জার্সি জুড়ে লাল রঙ ব্যবহার করা হয়েছে, এবং এর মধ্যে বাংলাদেশের মানচিত্র, নদী, জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলার প্রতিবিম্ব আঁকা রয়েছে। জার্সির সামনের অংশে বুক বরাবর কয়েকটি নদী ফুটিয়ে তোলা হয়েছে, যা বাংলাদেশের নদীমাতৃক পরিচয় তুলে ধরে।

নদী চিহ্নিত করতে হালকা লাল রঙ ব্যবহৃত হয়েছে, যাতে সূর্যের আভা প্রতিফলিত হচ্ছে। এর মাধ্যমে পতাকার লাল রঙে নতুন দিনের সূর্য উঠে আসার প্রতীক ফুটে উঠেছে। হাতায় রয়েছে জাতীয় ফুল শাপলার প্রতীকি ডিজাইন, যা শুধু জাতীয় ফুলের প্রতিনিধিত্বই নয়, খেলোয়াড়দের শক্তি, স্বচ্ছতা ও দৃঢ় মনোবলের প্রতীকও। হাতার নকশায় ডায়মন্ডের উপস্থিতি জার্সির নান্দনিকতা বাড়িয়েছে। সব মিলিয়ে, এই জার্সিটি বাংলাদেশের ঐতিহ্য, পরিচয় এবং অ্যাথলেটদের অটুট স্পিরিটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অ্যাওয়ে জার্সিটি অফিসিয়ালি কেনা যাবে নির্দিষ্ট ঠিকানায়।

ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত বাফুফে এবং ‘দৌড়’ এর সহযোগিতায় এই অ্যাওয়ে জার্সির ডিজাইন করেছেন, যা পদ্মা, মেঘনা ও যমুনা নদীর সীমারেখা এবং বাংলাদেশের মানচিত্রের সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে। গত মাসে বাংলাদেশ নারী ফুটবল দল আরব আমিরাতে খেলেছে, এবং ২৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ দিয়ে বাফুফে এবং ‘দৌড়’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যদিও তখন তারা কোনো জার্সি বা ট্র্যাক স্যুট প্রস্তুত করতে পারেনি।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে। খুব সম্ভবত, সেই ম্যাচেই জামাল-হামজা চৌধুরীরা নতুন এই অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবেন।

You may also like