জাতীয় স্টেডিয়ামে হামজার হোম ম্যাচ অভিষেক

স্পোর্টস ডেস্ক

হামজার হোম ম্যাচটি বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায়।

বুধবার (১২ মার্চ) বিকেলে বাফুফের কম্পিটিশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর হোম ম্যাচটি ঢাকা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের নির্বাহী সদস্য গোলাম গাউস।

তিনি জানান, ‘১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে। অসংখ্য ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসে ম্যাচটি দেখতে চাইবে। জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতা বেশি এবং দেশের প্রধান ফুটবল ভেন্যুও। আমরা চাই হামজার ঢাকায় প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হোক এবং জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল একটি বড় ম্যাচ দিয়েই ফিরুক।’

তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় দল কিংস অ্যারেনায় ম্যাচ খেলছে। কারণ জাতীয় স্টেডিয়ামে চলছিল সংস্কারকাজ। তবে জুনের আগেই স্টেডিয়ামকে খেলার উপযোগী করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছে বাফুফে।

হামজা চৌধুরি ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সিলেটে এসে পৌঁছাবেন। তাকে অভ্যর্থনা জানাতে বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সেখান থেকে তিনি হবিগঞ্জে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। এরপর ১৮ মার্চ ঢাকায় টিম হোটেলে যোগ দিয়ে ১৯ মার্চ জাতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। ২০ মার্চ দল ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলংয়ে রওনা হবে।

কম্পিটিশন কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফুটবলের প্রসার ও ভেন্যুর উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ইকবাল হোসেন।

এছাড়া দেশের আটটি বিভাগীয় স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের ব্যবহারের জন্য নির্বাহী কমিটির কাছে প্রস্তাব দেওয়া হবে।

ইউএ / টিডিএস

You may also like