সাফ চ্যাম্পিয়নশীপের আয়োজক শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

আগামী জুনে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশীপের আয়োজক হতে যাচ্ছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাফ চ্যাম্পিয়নশীপের চলতি বছরের আসরের আয়োজক হিসেবে দাবি করেছে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন (এফএফএসএল)।

সাফের পরবর্তী আসর নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নেপালের কাঠমান্ডুতে একটি সভা ডেকেছিল সাফ কর্তৃপক্ষ। সভার পর এফএফএসএল সভাপতি জাসওয়ার ওমর আয়োজক হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

পোস্টে জানানো হয়েছে সাফ কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রস্তাব গ্রহণ করেছে এবং ২০০৮ সালের পর প্রথমবারের মতো এককভাবে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। শেষবার তারা মালদ্বীপের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল। তবে সাফ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি এবং পরবর্তীতে ভেন্যু ও সময় ঘোষণা করবে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসাইন জানিয়েছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রাজনৈতিক পরিস্থিতি এবং ভেন্যুর সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের প্রস্তাব গৃহীত হয়নি।

এদিকে প্রথমবারের মতো হোম অর অ্যাওয়ে পদ্ধতির পরিবর্তে একক ভেন্যুতে সাফ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে সাফ কর্তৃপক্ষ হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছিল। যেখানে প্রতিটি দল তিনটি ম্যাচ তাদের নিজ দেশে এবং অন্য তিনটি অ্যাওয়ে খেলতে পারত।

ইউএ / টিডিএস

You may also like