বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সাল থেকে এই সীমাবদ্ধতা আরোপ ছিল।
এর আগে বাফুফের ওপর ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ থাকলেও ফিফার অর্থ প্রদান চলমান ছিল। তবে ছিল নানা সীমাবদ্ধতা ও বাড়তি নজরদারি। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন এসব বাধা দূর হলো।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ঢাকা সফর করেছিল ফিফার একটি প্রতিনিধি দল। বাফুফের ধারণা ছিল, মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে তারা কোনো সিদ্ধান্তের খবর পাবে। তবে প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই সেই সুখবর পেল বাফুফে। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর ফান্ড ছাড়করণের শিথিলতা এসেছে।
ইউএ / টিডিএস