ভিসা সমস্যায় এক ফুটবলার রেখে সৌদি রওনা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ দুপুরে ভারত ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরব রওনা হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে দলের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া সফর করতে পারেননি।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জানান, “বিমান কর্তৃপক্ষ রহমতের জন্য বোর্ডিংয়ের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। ফেডারেশন সৌদিতে ভিসার জন্য সকাল থেকেই যোগাযোগ করছিল। কিন্তু যখন আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ফ্লাইটে উঠার সময় ছিল, তখন রহমতের ভিসা আসে। সে সময় বোর্ডিং সম্ভব হয়নি।”

ভারত ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩০ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে কাজ করছেন। দুই প্রবাসী ফুটবলার হামজা ও ফাহমিদুল ছাড়া বাকি ২৮ জন ঢাকায় চার দিন অনুশীলন করেছেন। রহমত ছাড়া সবাই সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, রহমতকে আজ বা আগামীকালের মধ্যে সৌদি পাঠানো হবে।

সৌদি ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলের ভিসার ব্যবস্থা করেছে। আজ ফ্লাইট হলেও, গতকাল পর্যন্ত কোচিং স্টাফের একজন এবং কয়েকজন ফুটবলারদের ভিসা অনিশ্চিত ছিল। অনেক যোগাযোগের পর আজ সকাল পর্যন্ত রহমত ছাড়া বাকিদের ভিসা পাস হয়েছে। রহমতের ভিসা শেষ মুহূর্তে আসলেও তিনি দলের সাথে যেতে পারেননি। ম্যানেজার আমের খান বলেন, ‘সৌদিই ফেডারেশনই বিগত সময় বাংলাদেশ দলের ভিসা করে দিয়েছে এবারও। আমাদের ফেডারেশন এই বিষয়ে প্রতিনিয়ত তাগিদ দিলেও এটি তো তাদের হাতেই। মুলত রমজান মাসে তাদের কর্মঘণ্টাও ভিন্ন।’

দুপুর ১:৫৫ মিনিটে ফ্লাইট ছিল, তবে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিমান রানওয়েতে ছিল। ঢাকা থেকে বিমান চট্টগ্রামে যাবে এবং এক ঘণ্টার মধ্যে যাত্রী উঠিয়ে তারপর জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। পরে, জেদ্দা থেকে বাংলাদেশ দল তায়েফে যাবে, যেখানে ২-৩ ঘণ্টার সড়ক যাত্রা করতে হবে।

সুপ্তি / টিডিএস

You may also like