আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে আবারও পরাজিত হলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
রবিবার (২ মার্চ) রাতে আমিরাতের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের এক নম্বর মাঠে ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ছিল। তবে মাঠে তা বাস্তবায়িত হতে দেখা যায়নি। আগের ম্যাচেও বাংলাদেশ ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।
ম্যাচে স্বাগতিক দলের মেয়েদের বিরুদ্ধে আফিদা খন্দকার, শাহেদা আক্তাররা কোনো কার্যকরী প্রতিরোধ গড়তে পারেননি। তবে রক্ষণাত্মক কৌশল অবলম্বন না করে লাল-সবুজের প্রতিনিধিরা কিছু আক্রমণও চালিয়েছেন। বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশে একটি পরিবর্তন করেন। মুনকি আক্তারের জায়গায় খেলেন অর্পিতা বিশ্বাস।
খেলার প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আমিরাতের ফরোয়ার্ডরা দুই উইং ব্যবহার করে আক্রমণ করেছে। হাওয়ায় উড়ে আসা বলগুলো ফিরিয়ে আনতে বাংলাদেশের ডিফেন্ডাররা বেশ বিপাকে পড়েন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় আমিরাত। এরপর ৮১ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিকে অধিনায়ক আফিদা খন্দকারের গোল শুধুমাত্র ব্যবধান কমিয়েছে।
আগের ম্যাচে হারের পর বাংলাদেশ কোচ উন্নতির আশা করেছিলেন। তবে আমিরাতের মেয়েদের সঙ্গে ব্যবধানটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। সংকটের সময় গড়া নতুন দলের প্রথম আন্তর্জাতিক সফরটি হতাশাজনকভাবেই শেষ হলো।
ইউএ / টিডিএস