শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সৌদি আরবে দেড় বছর ইনজুরির সঙ্গে সংগ্রাম করার পর, তিনি গত জানুয়ারিতে সাও পাওলো ক্লাবে যোগ দেন। নিজের পুরানো রূপে ফিরে আসার পথে থাকার কারণে নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার গুঞ্জন ওঠে। অবশেষে, দেড় বছর পর কোচ দরিভাল জুনিয়র তাকে ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক দেন।
এটি চূড়ান্ত স্কোয়াড নয়, কারণ আগামী সপ্তাহে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হবে। তবে, এর আগে প্রাথমিক স্কোয়াডে ৫২ ফুটবলারকে ডাকানো হয়েছে। তাদের মধ্যে থেকে ২৩ জন পরবর্তীতে কলম্বিয়া (২১ মার্চ) ও আর্জেন্টিনা (২৬ মার্চ) এর বিপক্ষে বাছাইয়ের ম্যাচে অংশ নেবেন।
নেইমার সম্প্রতি জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তিনি কোচের ওপরই সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছিলেন। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পর, তার হলুদ জার্সি ফের গায়ে চাপানোর সুযোগ তৈরি হয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় নেইমার এসিএল ইনজুরিতে পড়েন, যার কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল।
নেইমার ২০২৪ সালের অক্টোবরে আল-হিলাল ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-আইনের বিপক্ষে ফিরেছিলেন, কিন্তু আবারও ইনজুরির কারণে তাকে একাধিক ম্যাচে বাইরে থাকতে হয়েছে। এরপর, আল-হিলাল তাকে আর রাখেনি, আর নেইমার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার সিদ্ধান্ত নেন। জানুয়ারির শীতকালীন উইন্ডোতে তিনি বড় আর্থিক সুবিধা ত্যাগ করে সান্তোসে ফিরে যান।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল এখনও সুবিধাজনক অবস্থানে নেই। লাতিন অঞ্চলের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নিবে, সপ্তম দলকে খেলতে হবে প্লে-অফ। যদিও ব্রাজিল শীর্ষ ছয়ে থাকার চেষ্টা করবে, তবে তাদের অবস্থান এখনও অদৃশ্য। নেইমারের ফেরার পর ব্রাজিল তাদের পরিস্থিতি পরিবর্তন করতে চাইবে। দক্ষিণ আমেরিকার বাছাই তালিকায় ব্রাজিল বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে, আর শীর্ষ চার দল হলো আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া।
সুপ্তি / টিডিএস