হারের পর যা বললেন নারী দলের কোচ

স্পোর্টস ডেস্ক

প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছেন আফঈদা-রিপারা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক আফঈদা খন্দকার। স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। তবে তরুণ এই দল নিয়ে তিনি আশার আলোও দেখছেন।

বাটলার বলেছেন, যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে তারা বলবে সংযুক্ত আরব আমিরাতকে আমরা ছাপিয়ে গিয়েছি। দলের পারফরম্যান্সে খুশি আমি।

তিনি মনে করছেন, মাঠে নামার মধ্যে দিয়েই এই মেয়েদের নৈতিক জয় হয়েছে। এই ইংলিশ কোচের ভাষ্য, ‌‘ব্যক্তিগতভাবে আমি মনে করি যেভাবে মেয়েরা খেলেছে, অসাধারণ। দারুণ ফুটবল খেলেছে তারা।

কোচ আরও বলেছেন, আমার মনে হয় নির্দিষ্ট কিছু মানুষ হাসবে এবং রসিকতা করবে…কিন্তু আমি সবসময় বিশ্বাস করি এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি জয়টা মূখ্য নয় উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।

ইউএ / টিডিএস

You may also like