সাবিনাদের বাদ দিয়ে দল ঘোষণা বাফুফের

স্পোর্টস ডেস্ক

১৮ ফুটবলার আরব আমিরাত সফরে যাবেন না বলে জানালেন ফুটবলার ও ফেডারেশন দুই পক্ষই।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি ও বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে আরব আমিরাত সফরের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে রয়েছেন কয়েকজন একেবারে নতুন মুখ। সিনিয়র দলে খেলেছেন এমন খেলোয়াড়ও আছেন কয়েকজন।

ব্রিটিশ কোচ বাটলার আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখছেন তারুণ্য নির্ভর দলকেই, ‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ। তাদের সময় প্রয়োজন এবং ভুল থেকে শিক্ষা নেবে।’

কোচ শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে বলেন, ‘আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়– এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরম্যান্স করছে।’

২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। আরব আমিরাতে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ স্কোয়াড :
আফিদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রাণী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রাণী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।

ইউএ / টিডিএস

You may also like