২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন নারী দল একুশে পদক পুরস্কার গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে পদক গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক মারিয়া মান্দা। পরে সাবিনা দর্শক আসনে থাকা দলের অন্যান্য সদস্যদের ডাক দেন। প্রধান উপদেষ্টার বিশেষ অনুমতিতে চ্যাম্পিয়ন দলের বাকি সদস্যরাও মঞ্চে উঠে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলেন।
বাংলাদেশের সাফ কন্টিনজেন্টে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাসহ ৩২ জন সদস্য ছিলেন। আজ ওসমানী মিলনায়তনে ৩২ জনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল।
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার অনুভূতি ব্যক্ত করে বলেন,‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের পদকে মনোনয়ন দেয়ার জন্য। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন স্যার নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ম্যাডাম, বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্যারকেও ধন্যবাদ জানাতে চাই। তারা ফুটবল উন্নয়নে কাজ করছেন।’
৫২ সালে ভাষা শহীদদের স্মরণ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা। তিনি বলেন,‘আজ আমরা এই পদক পেয়ে বীর শহীদদের স্মরণ করছি। আমরা গৌরাবিন্বত ও অনুপ্রাণিত একুশে পদক পেয়ে। এটা ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার তেমনি নারী অঙ্গনের জন্য অনণ্য উচ্চতার।’ সবার কাছে আরো সহায়তা-দোয়া প্রত্যাশা করে বলেন,‘এই পদক সাবিনাদের জন্য দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আপনারা আমাদের দোয়া করবেন। সব সময় সাহস জুগিয়ে এসেছেন। ’
ইউএ / টিডিএস