বিশ্বের দ্রুত বর্ধনশীল গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে সেমিনার

স্পোর্টস ডেস্ক

বিশ্বের দ্রুত বর্ধনশীল গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো Tencent-এর উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Tencent-এর হেড অফ পাবলিক পলিসি (APAC) Mr. Yee Ler Law, পাশাপাশি ICT Division, BTRC, A2i এবং Tencent-এ কর্মরত বাংলাদেশের একমাত্র ব্যক্তি ইমরান হোসেন আলভী সহ দেশের গেমিং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেমিনারে বক্তারা গেমিং শিল্পের বৈশ্বিক অগ্রগতি, বাংলাদেশের সম্ভাবনা এবং ডিজিটাল অর্থনীতিতে এই খাতের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞরা উল্লেখ করেন, সঠিক নীতি ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ গেমিং ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সহায়ক হবে।

Tencent-এর প্রতিনিধি Mr. Yee Ler Law বলেন, “গেমিং শুধু বিনোদন নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক খাত। বাংলাদেশে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও ডিজিটাল অবকাঠামোর উন্নতি গেমিং ইন্ডাস্ট্রির প্রসারের জন্য সহায়ক হবে।”

সেমিনারে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা গেমিং ইকোসিস্টেমকে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ইউএ / টিডিএস

You may also like