ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে মোহামেডানের কাছে হেরে সমান পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠলেও সেখানে একেবারেই ভিন্ন চিত্র। চার ম্যাচে টানা জয়ে এখন শিরোপার একেবারে দোরগোড়ায় মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
সুপার লিগের চতুর্থ রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৫ রান তোলে রূপগঞ্জ। জবাবে ৩৭.৩ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
রান তাড়ায় দলকে উড়ন্ত সূচনা এনে দেন শাহরিয়ার কমল ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে আসে ৪৪ রান। শাহরিয়ার করেন ২০ বলে ৩২। এরপর ইমনের সঙ্গে জিশান আলমের ১১৩ রানের জুটিতে ভর করে আরও এগিয়ে যায় আবাহনী। ইমন ৭৩ রান করে আউট হলেও জিশান যোগ করেন ৬৩ রান। শেষ দিকে মেহরাব হাসান ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৪৭ রানের জুটিতে অনায়াসে ম্যাচ জিতে নেয় দলটি।
এর আগে ব্যাট করতে নেমে রূপগঞ্জ শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেছিল। ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন মাত্র ৪ রানে। আগের ম্যাচের নায়ক সৌম্য সরকার করেন মাত্র ২। সাইফ হাসানও থামেন ২৮ রানে। এরপর মারুফের ৪৮, আকবর আলির ৩৫, রিজওয়ানের ৪০ ও শরিফুলের ঝড়ো ৩৪ রানে লড়াইয়ের মতো স্কোর দাঁড় করায় দলটি। আবাহনীর হয়ে ৪ উইকেট শিকার করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
এই জয়ে শিরোপার হিসাব অনেকটাই সহজ হয়ে গেছে আবাহনীর জন্য। দিনের অপর ম্যাচে মোহামেডান হারলেই আগেভাগেই শিরোপা নিশ্চিত হবে তাদের। তবে মোহামেডান জিতলে শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী যেখানে জয়ী দলই হয়ে যাবে চ্যাম্পিয়ন। সেই ম্যাচে যদি মোহামেডান জেতে তাহলে নির্ধারক হয়ে উঠবে রান রেট।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২২৫/৯ ( মেহেদি ৪৮, রিজওয়ান ৪০, মোসাদ্দেক ৪/৪১)
আবাহনী লিমিটেড: ৩৭.৩ ওভারে ২২৬/৩ ( ইমন ৭৩, জিশান ৬৩)
ফল: ৭ উইকেটে জয়ী আবাহনী
ইউএ / টিডিএস