হৃদরোগের জটিলতা কাটিয়ে ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। সেদিন দুপুরে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। তবে শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হতে পারে।
এরপর গত সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তামিম ইকবাল। সেখানে তিনি উন্নত চিকিৎসা সেবা নিয়েছেন এবং এখন সবকিছু ভালো রয়েছে বলে জানান তামিমের চাচা আকরাম খান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে কথা বলার সময় আকরাম বলেন, “আল্লাহর রহমতে তামিম সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে এবং সবকিছু ঠিক আছে, আপনাদের দোয়ার জন্য ধন্যবাদ।”
আকরামের কথা বলার ঘণ্টাখানেক পর তামিমকে মিরপুরে দেখা যায়, এরপর তিনি বিসিবি ভবনে প্রবেশ করেন। আজ মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে ডিপিএলের বড় ম্যাচ আবাহনী বনাম মোহামেডান, এবং ধারণা করা হচ্ছে, তামিম তার দলের খেলা দেখতেই মাঠে এসেছিলেন।