গাজায় চলমান সংকটে বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে সহমর্মিতা প্রকাশ করছে মানুষ। মানবিক বিবেচনায় খেলোয়াড়রাও পিছিয়ে নেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও সেই প্রতিফলন দেখা গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলেও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্মরণ করা হয়েছে।
৪৭ দিনের বিরতি শেষে গতকাল শুক্রবার মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ এমএফসির ম্যাচে ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা জানানো হয় এক অনন্য উপায়ে। রহমতগঞ্জের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দলীয় ছবি তোলেন। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী মাঠে নামে নতুন জার্সি পরে, যেখানে ফিলিস্তিনের পতাকার রঙ ব্যবহৃত হয়েছে নকশায়।
যদিও ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা রাজনৈতিক বার্তা বা মাঠের বাইরের বিষয়কে মাঠে আনতে নিষেধ করে থাকে, তবুও ফিলিস্তিন নিয়ে বিশ্ব ফুটবল দীর্ঘদিন ধরেই প্রতিবাদ ও সংহতি জানিয়ে আসছে। স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের সমর্থকেরা এর বড় উদাহরণ। বাংলাদেশের ক্লাব ফুটবলেও এবার সেই মানবিক বার্তা প্রতিফলিত হলো।
শুক্রবার দিনের খেলায় রহমতগঞ্জ ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ৩-০ ব্যবধানে পরাজিত করে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে।
আজ লিগে রয়েছে তিনটি ম্যাচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যকার লড়াই, যা অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনায়। ম্যাচটি শিরোপা লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে। মোহামেডান জয় পেলে এগিয়ে যাবে পয়েন্ট তালিকায়, আর কিংস হারলে বেশ পিছিয়ে পড়বে। যদি ম্যাচ ড্র হয়, তাহলে দুই দলই চাপে পড়বে এবং সেই সুযোগে লাভবান হতে পারে ঢাকা আবাহনী। পয়েন্ট টেবিলে মোহামেডানের সংগ্রহ ১০ ম্যাচে ২৭, আবাহনীর ২৩ এবং কিংসের ২০ পয়েন্ট।