শনিবার ঢাকা ডার্বিতে আবাহনী-মোহামেডান লড়াই

স্পোর্টস ডেস্ক

দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডান মুখোমুখি লড়াই মানেই বাড়তি উত্তেজনা, ঐতিহ্য আর আবেগের এক দারুণ মিশেল। সময়ের সঙ্গে সেই উত্তাপ কিছুটা কমলেও এখনও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। আগামীকাল (শনিবার) আবারও মুখোমুখি হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের দুই হেভিওয়েট, আবাহনী ও মোহামেডান।

ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে আলোচিত ঢাকা ডার্বি। ম্যাচের আগের দিন, আজ (শুক্রবার) শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দুই দলই। তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে রয়েছেন মোহামেডানের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনি এই ম্যাচে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। মোহামেডান কর্তৃপক্ষও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি।

বর্তমানে ডিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আবাহনী লিমিটেড। হান্নান সরকারের নেতৃত্বে দলটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান ধরে রেখেছে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে দ্বিতীয় স্থানে। ফলে টেবিলের শীর্ষস্থান ধরে রাখা এবং শীর্ষে ওঠার দারুণ এক লড়াই হতে যাচ্ছে এই ম্যাচে।

এই গুরুত্বপূর্ণ ডার্বিকে গুরুত্ব দিয়ে জাতীয় দলের টেস্ট ক্যাম্পের সূচিও পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নিচ্ছেন—যেমন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজসহ আরও অনেকে। ডার্বি শেষ হওয়ার পরই তারা সিলেটের ক্যাম্পে যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য।

You may also like