৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রূপগঞ্জ।
বুধবার (১২ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগের ম্যাচে ইতিহাসে রেকর্ড পুঁজি তোলার পর আজ রুপগঞ্জের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি প্রাইম ব্যাংক। তানজিদ তামিম ও সৌম্য সরকারের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রাইম ব্যাংককে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে রূপগঞ্জ।
তৃতীয় রাউন্ডে রেকর্ড পুঁজি গড়ার পর প্রাইম ব্যাংক আজ মাত্র ২৯.৫ ওভারেই ১৫২ রানেই অলআউট হয়। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জ ২৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় লাভ করে।
বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামা নাইম শেখের ৮১ রানের ইনিংসে ভর করে প্রাইম ব্যাংক সংগ্রহ করেছে একটি লড়াইয়ের পুঁজি। ৮৩ বলে ৮১ রান করে তিনি মাঠ ছাড়েন। তার সাথে দলের হয়ে শাহাদাত দীপু করেন ২০ রান এবং শামীম পাটোয়ারি করেন ১১ রান। বাকিরা রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। ফলে প্রাইম ব্যাংক ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায়। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন সাইফ হাসান, ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব, এবং একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও তানভির ইসলাম।
জবাবে ১৫৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জ ২৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম ৪৯ বলে ৬৮ রান করেন। তামিম ফিরলে সৌম্য সরকার দলের হাল ধরেন এবং অপরাজিত ৪০ বলে ৫০ রান করে জয় নিশ্চিত করেন। প্রাইম ব্যাংকের হয়ে ১টি করে উইকেট নেন রিশাদ হোসাইন ও নাহিদুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর :
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ২৯.৫ ওভারে ১৫২/১০(নাইম শেখ ৮১; সাঈফ হাসান ৩৭/৩, তামিম ৩০/৩)
লিজেন্ডস অব রুপগঞ্জ : ২৩.২ ওভারে ১৫৪/২( তামিম ৬৮,সৌম্য ৫০*)
ফল : লিজেন্ডস অব রুপগঞ্জ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সাইফ হাসান
ইউএ / টিডিএস