শাইনপুকুরকে ১০ উইকেটে হারালো রূপগঞ্জ

স্পোর্টস ডেস্ক

শাইনপুকুরের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে রূপগঞ্জ।

সোমবার (১০ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএল) তৃতীয় রাউন্ডে শের-এ বাংলা স্পেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জের বোলিং তোপে মাত্র ২৫.৫ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। জবাবে ব্যাটিংযে নেমে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ওপেনিং জুটিতেই মাত্র ৯.৩ ওভারে জয় তুলে নেয় রূপগঞ্জ।

মাত্র ৭০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জের জয় ছিল প্রত্যাশিত। তবে দুই ওপেনার তানজিদ ও সাইফ কাজটা আরও সহজ করে দেন। শাইনপুকুরের বোলারদের রীতিমতো শাসন করে কোনো উইকেট না হারিয়ে ৪০.৩ ওভার হাতে রেখেই বড় জয় তুলে নেয় রূপগঞ্জ। তানজিদ অপরাজিত থাকেন ২০ বলে ৩৫ রানে, আর সাইফ খেলেন অপরাজিত ৩৯ রানের ইনিংস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুরের ব্যাটাররা রূপগঞ্জের তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ওপেনার মইনুল ইসলামের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ১৮ রান। মাত্র ৪ জন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অঙ্কের ঘর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শাইনপুকুরের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে।

৭ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া রূপগঞ্জের তানভীর ইসলাম হয়েছেন ম্যাচসেরা।

ইউএ / টিডিএস

You may also like