আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর নতুন আসর। উদ্বোধনী দিনে মাঠে নেমেছে ৬টি দল। বিকেএসপিতে খেলতে নেমেছে রূপগঞ্জ টাইগার্স এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে রান আউটের এক ঘটনা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ ২১৬ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক শুরু থেকেই চাপের মুখে পড়ে। স্কোরবোর্ডে মাত্র ১৬ রান তুলতেই তারা হারায় ৩ উইকেট।
এরপর শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ক্রিজে ছিলেন ইরফান শুক্কুর। কিন্তু ২৩ রানে রান আউট হয়ে প্রাইম ব্যাংকের অধিনায়ক ফেরেন প্যাভিলিয়নে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না শুক্কুর।
বেশ কিছু সময় ক্রিজে দাঁড়িয়ে থাকার পর, প্রধান কোচ তালহা জুবায়েরও মাঠে এসে উপস্থিত হন। কিছু সময় খেলা বন্ধ থাকার পর, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে শুক্কুর ডাগ আউটে ফিরে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক ২৬ রান নিয়ে ব্যাট করছে।
সুপ্তি / টিডিএস