সাকিব আল হাসানের পর বাংলাদেশ দলে তার বিকল্প খুঁজে পাওয়ার প্রশ্নটি বহুদিন ধরেই ঘুরে ফিরে আসে। অনেক সম্ভাবনাময় ক্রিকেটার এসেছেন কিন্তু কেউই ধারাবাহিকভাবে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। তবে সময়ের সঙ্গে সেই শূন্যস্থান কিছুটা হলেও পূরণ করছেন মেহেদি হাসান মিরাজ। ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে ধারাবাহিক মিরাজ। এখন ব্যাট হাতেও দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হারলেও বল হাতে ফাইফার তুলে নিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছিলেন মিরাজ। দ্বিতীয় টেস্টে বল হাতে তেমন আলো ছড়াতে না পারলেও ব্যাট হাতে চাপের মুখে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে গড়েছেন এক অনন্য মাইলফলক—সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেছেন এক জায়গায়।
মিরাজ এখন টেস্ট ক্রিকেটে ২০০০ রান এবং ২০০ উইকেটের মালিক। এই অর্জনে তিনি বাংলাদেশি হিসেবে দ্বিতীয় এবং বিশ্ব ক্রিকেটে ২৬তম অলরাউন্ডার। এই কৃতিত্ব পেতে মিরাজ খেলেছেন ৫৩টি টেস্ট যেখানে সাকিবের লেগেছিল ৫৪টি ম্যাচ। দ্রুততম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করার পাশাপাশি মিরাজ আছেন বিশ্ব তালিকায়ও ওপরের দিকে—পঞ্চম দ্রুততম অলরাউন্ডার হিসেবে।
এই তালিকায় সবচেয়ে দ্রুত এই মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম (৪২ ম্যাচ)। মিরাজের সঙ্গে যৌথভাবে পাঁচ নম্বরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজাও। যদিও সাকিব ৩১ টেস্টেই ২০০০ রান করেছিলেন, কিন্তু ২০০ উইকেট পেতে লেগেছিল তার ৫৪টি টেস্ট ম্যাচ।
ইউএ / টিডিএস