চট্টগ্রাম টেস্টে বৃষ্টি, তিনশ পার বাংলাদেশর

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামের আকাশে গত দুই দিন ধরেই ছিল মেঘের আনাগোনা তবে বৃষ্টি দেখা দেয়নি। অবশেষে তৃতীয় দিন সকালে শুরু হলো স্বস্তিদায়ক বৃষ্টি যা কিছু সময়ের জন্য বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টে। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে দিনের শুরুতেই ১৬ বল খেলার পরই থেমে যায় খেলা। তার আগে অবশ্য দলীয় ৩০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।

২৯৪ রানে ৭ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। বৃষ্টি নামার আগে যোগ হয় আরও ৯ রান। ফলে স্কোর দাঁড়ায় ৩০৩ রানে ৭ উইকেট। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার—তাইজুল ইসলাম (১১*) এবং মেহেদী হাসান মিরাজ (২১*)—এই অবস্থায় মাঠ ছাড়েন।

বৃষ্টি অবশ্য বেশি ক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ বিরতির পর ফের মাঠে নামে দুই দল। মিরাজ ও তাইজুলের লক্ষ্য ছিল লিড আরও বাড়ানো। এখন পর্যন্ত জিম্বাবুয়ের চেয়ে ৭৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এর আগে অবশ্য সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়ের দারুণ সূচনা এনে দেওয়া ১১৮ রানের জুটি স্বাগতিকদের শক্ত ভিত গড়ে দেয়। তিন বছর পর দলে ফেরা বিজয় ৩৯ রানে আউট হলেও, সাদমান তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। পরে মুমিনুল হকের সঙ্গে আরও ৭৬ রানের জুটি গড়েন তিনি। শান্ত ও মুশফিকুর রহিমও কিছু রান যোগ করেন স্কোরবোর্ডে।

তবে ২৫৯/৩ থেকে হঠাৎ করেই ছন্দপতন ঘটে। ভিনসেন্ট মাসাকেসার তোপে মাত্র ২০ রানের ব্যবধানে চার উইকেট হারায় বাংলাদেশ, স্কোর দাঁড়ায় ২৭৯/৭-এ। জিম্বাবুয়ের এই পেসার একাই শিকার করেন ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে দুটি ফিফটির উপর ভর করে তুলেছিল ২২৭ রান। সেই তুলনায় এখন পর্যন্ত লিড বাংলাদেশের দিকেই, তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইলে বাকি উইকেটগুলো থেকেও রান তুলতে হবে স্বাগতিকদের।

ইউএ / টিডিএস

You may also like