এইবার দর্শকের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অলিখিত ফাইনালে আবাহনী ও মোহামেডানের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে মেজাজ হারিয়ে সরাসরি গ্যালারিতে গিয়ে এক দর্শকের সঙ্গে জড়াতে দেখা যায় তাকে।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলানোর পর মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে ফিরছিলেন। ঠিক তখনই মোহামেডান ড্রেসিংরুমের ওপরে অবস্থিত গ্র্যান্ডস্ট্যান্ড থেকে একজন দর্শক কিছু বলেন বলে জানা যায়। এতে তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন রিয়াদ এবং তেড়ে যান দর্শকের দিকে, যার ফলে মুহূর্তেই গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মোহামেডান ক্লাবের কর্মকর্তারা মাহমুদউল্লাহকে শান্ত করার চেষ্টা করছেন এবং দর্শকসারি থেকে তাকে নিচে নামিয়ে আনেন।
অন্যদিকে মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল আবাহনী লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে ১৬ ম্যাচে ১৪ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দল। এটি আবাহনীর ২৪তম ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা জয়।