৮৬৪ দিনের অপেক্ষার অবসান ঘটালেন সাদমান ইসলাম।
দীর্ঘ ২ বছর ৪ মাস ১২ দিন পর টেস্টে ওপেনার হিসেবে সেঞ্চুরি পেল বাংলাদেশ। ২০২২ সালের ১৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে জাকির হাসানের সেঞ্চুরির পর এটাই প্রথম। তাই এমন এক ইনিংস বহু প্রতীক্ষিত তো বটেই ঐতিহাসিকও।
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এনামুল হক বিজয়ের সঙ্গে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান। টেস্টে বাংলাদেশের ১৫তম ওপেনিং শতরানের জুটি এটি। লাঞ্চের আগেই ফিফটি তুলে নেন সাদমান। এরপর ধীরে ধীরে এগিয়ে যান কাঙ্ক্ষিত সেঞ্চুরির দিকে। ১৪২ বল মোকাবিলা করে তুলে নেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি—তাও আবার আগের শতকের মতো জিম্বাবুয়ের বিপক্ষেই। তার প্রথম সেঞ্চুরি এসেছিল ২০২১ সালের হারারে টেস্টে।
সেঞ্চুরির পাশাপাশি সাদমান পাড়ি দিয়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক—ছুঁয়েছেন টেস্ট ক্যারিয়ারে ১ হাজার রানের গণ্ডি। এই সেঞ্চুরি তাকে ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাসেও। এর আগে ২০২৩ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৯৩ যা ছিল এই সময়ের মধ্যে ওপেনারদের সর্বোচ্চ স্কোর।
সাদমানের সেঞ্চুরিতে বাংলাদেশও এগিয়ে আছে শক্ত অবস্থানে। এনামুল হক বিজয় ৩৯ রানে ফিরলেও মুমিনুল হকের সঙ্গে রান বাড়িয়ে চলেছেন অপরাজিত সাদমান যিনি তখন ১১৮ রানে ব্যাট করছিলেন। মুমিনুল অপরাজিত আছেন ২৭ রানে। দলীয় সংগ্রহ ১ উইকেটে ১৮৬ রান পিছিয়ে মাত্র ৪১-এ।
ইউএ / টিডিএস