পাকিস্তান-আমিরাত সিরিজ উপলক্ষে টাইগারদের ক্যাম্প

স্পোর্টস ডেস্ক

আগামী মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও, তা আর হচ্ছে না। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিরিজটি এখন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে—এমন সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এ নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। এই দুটি সিরিজকে সামনে রেখে সম্ভাব্য টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে হবে একটি অনুশীলন ক্যাম্প।

বিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ৫ মে থেকে শুরু হতে পারে এই প্রস্তুতি ক্যাম্প। সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ক্যাম্পটি চলবে প্রায় ৮ থেকে ১০ দিন।

এরপর ১৮ ও ২০ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসের শেষদিকে শুরু হবে পাকিস্তান সফর। প্রাথমিক সূচি অনুযায়ী, ২৫ ও ২৭ মে ফয়সালাবাদে হবে প্রথম দুই ম্যাচ। বাকি তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন ও ৩ জুন।

You may also like