জিম্বাবুয়ের ব্যাটার নিকোলাস ওয়েলচ চেষ্টা করেছিলেন স্লগ করে মারতে কিন্তু বল ছোবল দেয় স্টাম্পে। সঙ্গে সঙ্গে উল্লাসে লাফিয়ে ওঠেন তাইজুল ইসলাম—কারণ ওই উইকেটেই ইনিংসে আরও একবার পাঁচ উইকেটের কৃতিত্ব অর্জন করেন তিনি। একই সঙ্গে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই টাইগারদের ম্যাচে ফেরান এই বাঁহাতি স্পিনার।
এই নিয়ে টেস্ট ক্রিকেটে ১৬ বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন তাইজুল যা তাকে বাঁহাতি স্পিনারদের তালিকায় ইতিহাসের পঞ্চম স্থানে পৌঁছে দিয়েছে। পেছনে ফেলেছেন ভারতের রবিন্দ্র জাদেজাকে যিনি ৮০ টেস্টে ১৫ বার এই কৃতিত্ব দেখিয়েছেন। অথচ তাইজুল মাত্র ৫৩ টেস্টেই ছাড়িয়ে গেলেন জাদেজাকে।
তালিকায় তার ঠিক ওপরে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি বাঁহাতি স্পিনার ডেরেক আন্ডারউড, যার পাঁচ উইকেট রয়েছে ১৭ বার ৮৬ টেস্টে। তবে তাইজুলের দৃষ্টি এখন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। ৭১ টেস্টে সাকিবের পাঁচ উইকেট ১৯ বার। তাকে ছাড়িয়ে যাওয়াও এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকে।
এর উপরে আছেন নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি (২০ বার, ১১৩ টেস্টে) আর সবার ওপরে শ্রীলঙ্কার রাঙ্গানা হেরাথ—৯৩ টেস্টে রেকর্ড ৩৪ বার ইনিংসে পাঁচ উইকেট।
শুধু ইনিংসে পাঁচ উইকেটই নয় বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকাতেও এগিয়ে চলেছেন তাইজুল। সাকিব আল হাসান যেখানে ২৪৬ উইকেট নিয়ে বর্তমানে স্থগিত ক্যারিয়ারে থেমে আছেন। তাইজুল সেখানে এখন পৌঁছে গেছেন ২২৪ উইকেটে। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্ট ইতিহাসের ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন এই দুই বাংলাদেশি। শীর্ষে রয়েছেন হেরাথ ৪৩৩ উইকেট নিয়ে।
চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিংয়ে দলকে ম্যাচে ফেরানো তাইজুল এবার মুখ খুললেন সমালোচকদের দিকেও। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমার কাছে মনে হয় এতগুলো টেস্ট (৫৩) খেলার পর… আলহামদুলিল্লাহ, যতগুলো উইকেটই (২২৪) হয়েছে… একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করেন আমার মনে হয় না তারা খেলা বোঝেন।”
ইউএ / টিডিএস