বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে বরাবরই উচ্চ প্রশংসা করে আসছেন তামিম ইকবাল। তবে এবার আরও জোরালোভাবে নিজের অবস্থান তুলে ধরলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার’ হিসেবে অভিহিত করেছেন তামিম।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনে ২৭ ওভার বল করে ৬টি মেডেনসহ মাত্র ৬০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারে ১৬তম পাঁচ উইকেট প্রাপ্তি। তার বল ঘূর্ণির জাদুতেই বড় সংগ্রহের পথে থাকা জিম্বাবুয়ে থেমে যায় মাত্র ২২৭ রানে।
তাইজুলের এমন পারফরম্যান্সে ফের মুগ্ধ তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘এ মুহূর্তে সে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এখনকার অন্যান্য বোলারের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আরও একবার পাঁচ উইকেট, দারুণ করেছো তাইজুল।’
তাইজুলের প্রতি এই প্রশংসা নতুন নয় তামিমের পক্ষ থেকে। এর আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মুগ্ধতার প্রকাশ করেছেন। বিশেষ করে গত বছরের অক্টোবর মাসে যখন তাইজুল টেস্টে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তখনও তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন তামিম।
তখন তিনি লিখেছিলেন, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’
ইউএ / টিডিএস