শ্রীলঙ্কা সিরিজে হার দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্রুত ভুল শুধরে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা। বল হাতে আল ফাহাদের বিধ্বংসী স্পেলের পর ব্যাট হাতে চমক দেখালেন জাওয়াদ আবরার, যিনি খেললেন অপরাজিত ১৩০ রানের দুর্দান্ত ইনিংস।
আজ (সোমবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। তবে সফরকারীদের বোলিং তোপে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানে থামে তাদের ইনিংস। একাই ৬ উইকেট শিকার করেন আল ফাহাদ, আর ইকবাল হোসেন ইমন নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশ হারায় ওপেনার কালাম সিদ্দিকীকে (৫ রান)। তবে এরপর আজিজুল হাকিম ও জাওয়াদ আবরারের জুটি ভরসা দেন দলকে। দুজনের ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ৩৪.১ ওভারে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় সফরকারীরা।
১৪টি চার ও ৬টি ছক্কায় সাজানো জাওয়াদ আবরারের ১৩০ রানের ইনিংস ছিল ম্যাচের সেরা। সঙ্গে অধিনায়ক আজিজুল হাকিম ৮৯ বলে অপরাজিত ৬৯ রান করে দলকে সহজ জয় এনে দেন।
এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে চামিকা হেনাতিগালা করেন ৫০ রান ও দিনুরা যোগ করেন ৪৭ রান। শুরুতে ভালো সূচনা পেলেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা, আর শেষ পর্যন্ত ফাহাদের দাপটে বড় সংগ্রহ গড়তে পারেনি।