সকাল থেকেই পেশির টানে ভুগছিলেন জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটার নিক ওয়েলচ। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারলেন না খেলা। অভিজ্ঞ শন উইলিয়ামসের সঙ্গে ৯০ রানের দৃঢ় জুটি গড়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
১২৮ বল মোকাবিলায় ৫৬ রান করে সাজঘরে ফেরেন ওয়েলচ। এই সময় পর্যন্ত উইলিয়ামস অপরাজিত আছেন ৫৮ রানে। ৬২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৬৪ রান।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
ইউএ / টিডিএস