বাংলাদেশের মাটিতেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও আইসিসির অভিজ্ঞ ম্যাচ রেফারি ডেভিড বুন।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাকে সম্মাননা স্মারক তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগেই জানা গিয়েছিল এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন বুন। সেই উপলক্ষে টস শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বুনের হাতে আইসিসির একটি স্মারক তুলে দেন।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো ও কুমার ধর্মসেনা। উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজও। পরে বিসিবি এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের ছবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে।
ডেভিড বুন প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময় তিনি ৮৭টি টেস্ট, ১৮৩টি ওয়ানডে ও ১১৯টি টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি প্রথম এই ভূমিকায় কাজ শুরু করেন।
এর আগে খেলোয়াড় হিসেবেও ছিলেন বুন অস্ট্রেলিয়া দলের নির্ভরযোগ্য ব্যাটার। দেশের হয়ে খেলেছেন ১০৭টি টেস্ট ও ১৮১টি ওয়ানডে। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ইউএ / টিডিএস