চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের দুই উইকেট

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।

সোমবার (২৮ এপ্রিল) প্রথম সেশন শেষে কিছুটা এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন। প্রথম সেশনে ২৮ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান।

এখন ক্রিজে আছেন নিক ওয়েলচ, যিনি ৫৩ বলে ৩২ রানে অপরাজিত (২ চার, ২ ছক্কা)। তার সঙ্গে রয়েছেন শন উইলিয়ামস, যিনি ৩৪ বলে করেছেন ৬ রান। ইতিবাচক মেজাজে ব্যাটিং করে জিম্বাবুয়ে তুলে নিয়েছে ১০টি চার ও ৩টি ছক্কা।

বাংলাদেশ দুই পেসার দিয়ে বোলিং শুরু করলেও, দ্রুত উইকেটের দেখা না মেলায় অষ্টম ওভারেই স্পিন আক্রমণে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজের বলে একটি সুযোগ তৈরি হলেও, স্লিপে সহজ ক্যাচ মিস করেন সাদমান ইসলাম।

তবে এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অভিষেকে বল হাতে নিয়ে ব্রায়ান বেনেটকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। এরপর স্পিনার তাইজুল ইসলাম দ্বিতীয় উইকেট তুলে নেন বেন কারানকে আউট করে। প্রথম সেশনেই আরেকটি উইকেটও তানজিমের ঝুলিতে যায়।

তাইজুল, মিরাজ ও নাঈম হাসান নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের চাপে রাখার চেষ্টা করেন তবে ব্যাটিং সহায়ক উইকেটে জিম্বাবুয়ে ভালোভাবেই টিকে আছে এবং বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

ইউএ / টিডিএস

You may also like