টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রথম ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের বোলাররা কিছুতেই চাপ সৃষ্টি করতে পারছিলেন না দুই ওপেনার বেন কারান এবং ব্রায়ান বেনেটের বিরুদ্ধে। এমনকি একটি সহজ সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ। ৮ম ওভারে মেহেদী হাসান মিরাজের গুড লেংথের ডেলিভারির স্লিপে এজ হয়ে যায় কিন্তু সাদমান ইসলাম সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন। ১১ রানে জীবন পান কারান।
বাংলাদেশের প্রথম সাফল্য পেতে অপেক্ষা করতে হয় ১১তম ওভার পর্যন্ত। টেস্ট অভিষেকে তানজিম হাসান সাকিব বেনেটকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন। তার কোয়ার্টার লেংথের ডেলিভারিতে বেনেট স্কয়ার ড্রাইভ করতে গেলে পায়ের মুভমেন্ট না থাকায় তিনি ২১ রানে আউট হন। ১৩ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল ১ উইকেটে ৪২ যেখানে ক্রিজে ছিলেন বেন কারান এবং নিক ওয়েলচ।
প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে যাওয়ার পর বাংলাদেশ এখন চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও বড় লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। ১৭৪ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেট তুলে নেওয়ার পরও জিম্বাবুয়ে শেষমেষ ম্যাচ জিতে নেয় ৩ উইকেট হাতে রেখে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
ইউএ / টিডিএস