জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ সামনে নিয়ে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ম্যাচ শুরুর আগে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৭৪ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেট তুলেও ম্যাচটি হাতছাড়া হয়।

চট্টগ্রাম টেস্টে বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়ায় দল থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। তার জায়গায় অভিষেক হয়েছে তরুণ পেসার তানজিম সাকিবের। এছাড়া একাদশে নেই মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হয়েছেন এনামুল হক বিজয়। তিন স্পিনারের কৌশল নিয়ে খেলা বাংলাদেশ দলে রাখা হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকেও।

অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যে নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। প্রথম টেস্টে উইকেটের পেছনে একাধিক সহজ ক্যাচ ফেলে সমালোচিত হওয়া নিয়াশা মায়াভোকে বাদ দেওয়া হয়েছে। স্কোয়াডে জায়গা হয়নি পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচিরও।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

ইউএ / টিডিএস

You may also like