ভারতে খেলতে আপত্তি পাকিস্তানি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক

কিছুদিন আগে শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আয়োজক ছিল পাকিস্তান। সব ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতেই। তবে বাধা হয়ে দাঁড়ায় ভারত। তাদের আপত্তির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হয় হাইব্রিড মডেলে, যেখানে ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে।

ভারতের এমন আপত্তির পর, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছিল, সামনের কয়েক বছরে তারা কোনো আইসিসি টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। এবার পাকিস্তানের সামনে এসেছে প্রতিশোধ নেওয়ার সুযোগ। এ বছরই ভারতে বসতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে পাকিস্তান নারী দল। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি জানিয়েছিলেন, পাকিস্তান নারী দল বিশ্বকাপ খেলবে, তবে নিজেদের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের চেষ্টা করা হবে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর ফলে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও তিক্ত হয়েছে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

এই ইস্যুতে এবার মুখ খুলেছেন পাকিস্তান নারী দলের ওপেনার গুল ফিরোজা। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে কি না—এ নিয়ে তিনি বলেন, “আমরা জানি, আমাদের ম্যাচগুলো এশিয়ার কোনো দেশে হবে। এটা নিশ্চিত, আমরা ভারতে খেলব না। ভারতে খেলার কোনো ইচ্ছাও নেই। এশিয়ার সব দেশের পরিবেশ প্রায় একই রকম। যোগ্যতা অর্জন পর্ব ঘরের মাঠে ছিল, তাই আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। এশিয়ার যে দেশেই খেলা হোক, আমরা তৈরি।”

You may also like