বিসিবির জরুরি সভা আজ বিকেলে

স্পোর্টস ডেস্ক

বিভিন্ন ইস্যুতে টালমাটাল অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই আজ (রোববার) জরুরি সভা ডাকল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সাম্প্রতিক নানা বিতর্ক ও সমস্যা নিয়ে আলোচনা হবে এই অনলাইন (জুম) সভায়, যা বিকেল ৪টায় শুরু হওয়ার কথা।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। এর আগে ২৪ মার্চ বিসিবির পরিচালনা কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেদিন তামিম ইকবালের ডিপিএলের ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করে বোর্ড পরিচালকরা তড়িঘড়ি করে তার পাশে ছুটে যান। এরপর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এলেও বিসিবি আজ আনুষ্ঠানিকভাবে সভায় বসছে।

সভায় ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে বোর্ডের অভ্যন্তরীণ সূত্র বলছে, আলোচিত বেশ কিছু ইস্যু এজেন্ডা হিসেবে উঠে আসতে পারে। এর মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে বেশ গুরুত্বের সঙ্গে। সম্প্রতি ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ওঠে, বিসিবির সভাপতি ফারুক আহমেদ ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। যদিও গতকাল বিসিবি আনুষ্ঠানিকভাবে বিষয়টির ব্যাখ্যা দেয়।

বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে, এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রীন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে পুনঃবিনিয়োগ করা হয়েছে। অবশিষ্ট ১২ কোটি টাকা ব্যবহৃত হয়েছে বিসিবির বিবিধ পরিচালন ব্যয় নির্বাহের জন্য।’

এর বাইরে ঘরোয়া ক্রিকেটের নানা বিশৃঙ্খলাও রয়েছে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক এবং ক্রিকেটারদের (তামিম ইকবালসহ) বিসিবির সঙ্গে বৈঠক, যেখানে তারা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি জানিয়েছেন। পাশাপাশি, সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবি কার্যালয়ে অভিযান চালানোয় বোর্ডের অস্বস্তি আরও বেড়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ের নানা গুরুত্বপূর্ণ ইস্যু আজকের বৈঠকে আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

You may also like