সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের। আচরণগত কারণে আবারও শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি।

শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির ইনচার্জ এবং বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টেকনিক্যাল কমিটির সদস্য অভি আবদুল্লাহ আল নোমান। তিনি জানান, ‘আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ দেখানো এবং পরে শুনানিতে অনুপস্থিত থাকায় এই শাস্তি দেওয়া হয়েছে।’

এই নতুন ডিমেরিট পয়েন্টসহ হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল আটে। চলমান ডিপিএলের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট ৮ থেকে ১১ হলে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। সেই হিসেবে আগামী ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামতে পারবেন না হৃদয়। যেটি মোহামেডানের জন্য বিশাল এক ধাক্কা—কারণ ম্যাচটি কার্যত শিরোপা নির্ধারণী অলিখিত ফাইনাল।

তবে এই খারাপ খবরে ছাপ ফেলেছে একরাশ উল্লাস। গাজী গ্রুপের বিপক্ষে এক রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে ৪ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। শেষ ওভারে প্রয়োজনীয় ১২ রান তুলে দলকে জয় এনে দেন নাসুম আহমেদ।

এই জয়ে শিরোপার দৌড়ে টিকে থাকলো মোহামেডান। কারণ বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে আগেই নিজেদের কাজ সেরে রেখেছিল আবাহনী। মোহামেডান যদি হেরে যেত, তবে সেদিনই শিরোপা নিশ্চিত করে ফেলত আবাহনী।

ইউএ / টিডিএস

You may also like